শনিবার ভোরে রহস্যময়ভাবে যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে মালদহ জেলার চাঁচল থানার খুরিয়াল গ্রামে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাঁচল থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ২৪ বছর বয়সের মৃত ওই যুবকের নাম বাপি দাস। তিনি একজন আইনজীবীর ছাত্র থাকার পাশাপাশি নিকটবর্তী এক সব্জি আড়তে কর্মরত ছিলেন। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।
মৃত যুবকের মা শান্তি দাস জানান, শুক্রবার রাতে তার ছেলে বাপি দাস শনিবার সকালে ভাত রান্না করার কথা বলে কারণ শনিবার তার আইনজীবীর একটি পরীক্ষা দিতে যাওয়ার কথা ছিল। তারপর বাপি দাস নিজের ঘরে চলে যায়। স্থানীয়রা ভোরবেলা বাপি দাসকে বাড়ির পাশের একটি বাগানে ঝুলন্ত অবস্থায় দেখতে পেলে এলাকায় হৈচৈ শুরু হয়। বাড়িতে খবর পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন তারা।
বাপি দাস নামের যুবকটি দুটি বিয়ে করে। পরিবারের সঙ্গে বা দ্বিতীয় পক্ষের স্ত্রীর সঙ্গে বাপি দাসের কোননজ বচসা ছিলনা। প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকার কারণে আত্মহত্যা করেন বলে পরিবারের অভিযোগ। এটি খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখছে চাঁচল থানার পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, চাঁচল, মালদা।