Cooch Behar : অভিষেকের জনভার পর বিশৃঙ্খলার সৃষ্টি সাহেবগঞ্জ-গোঁসানিমারিতে

আরও পড়ুন

মঙ্গলবার অভিষেকের জনসভার পর রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয় এলাকাজুড়ে। কোচবিহারের সাহেবগঞ্জ ও গোঁসানিমারিতে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেখান থেকে চলে যাওয়ার পরই এমন উত্তেজনার সৃষ্টি হয়।

সূত্রের খবর, সোমবার কোচবিহার থেকে জনসংযোগ যাত্রা শুরু করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন ‘গ্রাম বাংলা মতামত’ কর্মসূচির আওতায় গোপন ব্যালটে ভোট নিয়ে চূড়ান্ত হবে প্রার্থী তালিকা। এদিন অভিষেক বন্দোপাধ্যায় মঞ্চ ছেড়ে বেরিয়ে যেতেই ব্যালট পেপার নেওয়াকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু’দলের তৃণমূল কর্মী সমর্থকেরা। এমন চরম অশান্তির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় তৃণমূল কর্মীদের একাংশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দিনহাটার সাহেবগঞ্জের জনসভা থেকে তৃণমূলে নবজোয়ার কর্মসূচির সূচনা করেন অভিষেক। এই কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন সভাস্থলে আনা হয়েছিল ব্যালট বাক্স ও ব্যালট পেপার। সভাস্থলের শেষ দিকে রাখা ব্যালট বাক্সে নিজেদের পছন্দের প্রার্থীর নাম লিখে জমা করার আবেদন করেন অভিষেক। সাধারণ কর্মীদের অনেকেই স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন। কিন্তু অভিষেক সভাস্থল ছাড়তেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। একই ছবি দেখা যায় গোঁসানিমারিতেও।

ফোর্টিন টাইমলাইন, কোচবিহার।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close