করোনা অতিমারির ফলে সারা বিশ্বে লোকডাউন জারি হয়েছিল। ফলস্বরূপ, কেউই বাড়ি থেকে বেরোতে পারতেন না। সমস্যায় পড়েছিল খুদে শিশুরাও। তারা বাড়ি থেকে না বেরনোর ফলে মোবাইলপ্রেমী হয়ে উঠেছিল। যা তাদের পক্ষে খুবই ক্ষতিকারক। সেই কথা মাথায় রেখেই বাচ্চাদের বুদ্ধির বিকাশ ঘটাতে গঙ্গারামপুরে উদ্বোধন হলো দাবা প্রশিক্ষণ কেন্দ্র।
রবিবার গঙ্গারামপুর সুভাষপল্লী এলাকায় উদ্বোধন হল দাবা প্রশিক্ষণ কেন্দ্রের। এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দাবা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হ’ল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলার সুভদ্রা রাজবংশী ছাড়াও রায়গঞ্জ থেকে আগত দাবা প্রশিক্ষক জয় দাস,সুদীপ ডান্স একাডেমির কর্ণধার সুদীপ সিংহ রায়,উদ্যোক্তা জয়িতা ঝাঁ সহ আরও অনেকেই। উদ্যোক্তা জয়িতা ঝাঁ বলেন,
মূলত দক্ষিণ দিনাজপুর জেলা তথা গঙ্গারামপুরের বাচ্চাদের বুদ্ধির বিকাশ ঘটাতে এবং মোবাইল থেকে বাচ্চাদের দূরে রাখতে এই প্রথম গঙ্গারামপুরে উদ্বোধন হল দাবা প্রশিক্ষণ কেন্দ্রের। যার ফলে বাচ্চারা অনেকটাই উপকৃত হবে বলে মনে করছে উদ্যোক্তারা। প্রসঙ্গত, আজকালকার ডিজিটাল যুগে খেলাধুলো ছেড়ে মোবাইল আসক্ত হয়ে পড়েছে বাচ্চা থেকে শুরু করে যুব সমাজ। এই পরিস্থিতিতে, বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখতে এবং বাচ্চাদের বিকাশ ঘটাতে গঙ্গারামপুর সুভাষপল্লীতে উদ্বোধন হল দাবা প্রশিক্ষণ কেন্দ্রের।