মায়ের সঙ্গে স্নান করতে এসে তিস্তা ক্যানেলের জলে তলিয়ে গেল এক কিশোর। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার উছলগছ এলাকায়।
সূত্রের খবর, মৃত ওই কিশোরের নাম সবুজ পাল। বাড়ি ইসলামপুর থানার ৩৬ পাল পাড়ায়। জানা গেছে ওই কিশোর মামা বাড়িতে বেড়াতে এসেছিল। এদিন বেলা ১২ টা নাগাদ তার মায়ের সঙ্গে স্নান করতে আসে তিস্তা ক্যানেলে। আচমকা তিস্তার জলে তলিয়ে যায় ওই কিশোর। ঘটনার খবর জানাজানি হতেই এলাকার মানুষ তিস্তা ক্যানেলে ভিড় জমাতে শুরু করে। খবর যায় পুলিশে। দ্রুত ছুটে আসে চোপড়া থানার পুলিশ। পুলিশের উদ্যোগে ডুবুরি নামিয়ে কিশোরের খোঁজ শুরু করে। কিশোরের এই অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায়।
ফোর্টিন টাইমলাইন, চোপড়া।