Chopra : মৃত সন্তানকে নিয়ে সটান থানায় হাজির মা-বাবা

চোপড়ায় ৭ মাসের এক গর্ভবতী মহিলাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল শশুর শাশুড়ি ও ননদের বিরুদ্ধে।

আরও পড়ুন

চোপড়ায় ৭ মাসের এক গর্ভবতী মহিলাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল শশুর শাশুড়ি ও ননদের বিরুদ্ধে। ঘটনার মাসুল দিতে হলে গর্ভে থাকা ছোটো শিশু কন্যাকে। মৃত শিশু কন্যার দেহ নিয়ে সটান থানায় হাজির অসহায় বাবা মা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলা চোপড়া থানার ভৈষভিটা এলাকায়। অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসা বাদের জন্য ওই মহিলার শশুর শাশুড়ি ও ননদকে আটক করেছে চোপড়া থানার পুলিশ।

অভিযোগ শনিবার সন্ধ্যায় পারিবারিক কোনোও এক বিষয় নিয়ে পুত্রবধূকে বেধড়ক মারধর করে শশুর শাশুড়ি ও ননদ মিলে। এই ঘটনায় আহত মহম্মদ সেলিমের স্ত্রী সাবিয়া বিবি। সাবিয়া ৭ মাসের গর্ভবতী ছিলেন। এমন ভাবে মারধর করার ফলে সাবিয়াকে প্রথমে চোপড়ার দোলুয়া স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ইসলামপুর মহকুমা হাসপাতালে রেফার করে কর্মরত চিকিৎসকেরা। রবিবার সকালে এক শিশু কন্যার জন্ম দেন ওই মহিলা। ছয়দিন পর শুক্রবার সকালে ওই শিশু কন্যার মৃত্যু হয়। মাথায় আঘাত লাগার কারণে ওই শিশু কন্যার মৃত্যু হয়েছে এমনটাই চিকিৎসকরা জানিয়েছেন বলে মহিলার স্বামী জানান। এই ঘটনায় ভেঙে পরেন মৃত শিশু কন্যার বাবা মা। মৃত শিশু কন্যাকে বুকে আগলে নিয়ে চোপড়া থানায় অভিযোগ জানাতে হাজির হন তারা। অভিযোগ পাওয়ার চোপড়া থানার পুলিশ অভিযুক্ত শশুর শাশুড়ি ও ননদকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ চোপড়া থানার পুলিশ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close