রবিবার সকালে প্রাতঃভ্রমণে বেড়িয়ে তিস্তার জলে তলিয়ে গিয়ে নিখোঁজ হলেন যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়ার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের গোয়ালটুলি এলাকায়। এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। নিখোঁজ ওই যুবকের নাম আনন্দ ঘোষ, বয়স ২৮ । চোপড়া থানার কাঁচাকালির সত্যেননগর এলাকার বাসিন্দা তিনি। খবর দেওয়া হয় পুলিশকে।
স্থানীয় সূত্রে খবর, সাত সকালে স্হানীয়রা ওই যুবককে তিস্তার জলে তলিয়ে যেতে দেখতে পান। এই ঘটনায় হৈচৈ শুরু হয়েছে এলাকা চত্বরে। তড়িঘড়ি স্হানীয়রা ওই যুবককে উদ্ধার করার চেষ্টা করলে ততক্ষণে ওই যুবক তিস্তার জলে নিখোঁজ হয়ে যায়। খবর জানাজানি হতেই এলাকার মানুষ সেখানে ভির ভিড় জমাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পরিবারের সদস্যরা। পরিবারের লোকজনের দাবি- মাঝেমধ্যেই এই এলাকায় প্রাতঃভ্রমণে আসত সে। তবে কিভাবে এই ঘটনা ঘটল তা এখনো পরিষ্কার জানা যায়নি । ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ এসে তলিয়ে যাওয়া যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
ফোর্টিন টাইমলাইন, চোপড়া, উত্তর দিনাজপুর।