বাইকে চেপে আসানসোলে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত হলেন এক সিআইএসএফ কনস্টেবল। দুর্ঘটনাটি ঘটেছে সালানপুর থানার মেলেকোলা মোড়ের কাছে।
সূত্রের খবর, নিহত ওই কনস্টেবলের নাম আহেরি সেবিস্টিয়ান এ, বয়স ৩১ বছর। তার বাড়ি মণিপুরে। ঝাড়খণ্ডের ধানবাদে বিসিসিএলের ইউনিট এরিয়া ৪-এ কর্মরত ছিলেন তিনি। সোমবার রাত ১১টা নাগাদ বাইকে চেপে ধানবাদ থেকে আসানসোলের উদ্দেশে যাচ্ছিলেন তিনি। সেই সময় কোনও একটি গাড়ির সঙ্গে তার বাইকে ধাক্কা লাগে। স্থানীয় বাসিন্দাদের চোখে ঘটনাটি পড়তেই তারা এসে তাকে উদ্ধার করে। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। ঘণ্টাখানেক পর সেখানের কর্মরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, আসানসোল।