“মাসে মাসে নিশ্চিত আয়, লক্ষীর ভান্ডার নারীর সহায়”। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে রাজ্যজুড়ে শুরু হয়েছে লক্ষীর ভান্ডার প্রকল্প। যা থেকে ইতিমধ্যেই উপকৃত হয়েছেন রাজ্যের হাজার হাজার মহিলারা। সারা রাজ্যের সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও বুধবার রায়গঞ্জ শহরের বিধানমঞ্চে ভার্চুয়ালের মাধ্যমে জেলার লক্ষীর ভান্ডার উপভোক্তা মহিলাদের হাতে চেক তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল চেক প্রদান অনুষ্ঠানে রায়গঞ্জ বিধানমঞ্চে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন, রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৃষ্ণ কল্যানী, রায়গঞ্জ পুরসভার পুরপিতা সন্দীপ বিশ্বাস, ইসলামপুর পুরসভার পুরপিতা কানাইয়ালাল আগরওয়ালা-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। বুধবার কলকাতার নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে রাজ্যের সবকটি জেলার লক্ষীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা মহিলাদের হাতে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে চেক তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেইমতো উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরের বিধানমঞ্চে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। মুখ্যমন্ত্রীর এমন উদ্যোগে খুশি উত্তর দিনাজপুরের মহিলারা।
Uttar Dinajpur : ভার্চুয়াল চেক বিতরণ মুখ্যমন্ত্রীর
- Advertisement -