কেন্দ্র থেকে অনুমোদন মিললেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসূচি চূড়ান্ত হবে। নবান্ন সূত্রে খবর, অনাবাসী ভারতীয় শিল্পপতি ও সেখানকার বণিক মহলের সঙ্গে আলোচনা করতে চান মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রের আরও খবর, দুবাইতে দু’থেকে তিন দিন থাকতে পারেন মুখ্যমন্ত্রী। সেখানকার বণিক মহলের সঙ্গে আলোচনা করার পাশাপাশি রাজ্যের খনিজ শিল্পে কি সম্ভাবনা রয়েছে তাও সেখানকার বণিক মহলের সামনে তুলে ধরতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাইয়ের পাশাপাশি স্পেনে পাঁচ থেকে ছ’দিনের কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্পেনে সেখানকার অনাবাসী ভারতীয় শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি সেখানকার বণিক মহলগুলির সঙ্গেও আলোচনা করবেন মুখ্যমন্ত্রী। মূলত রাজ্যে শিল্পের সম্ভাবনার পরিবেশ কেমন রয়েছে সেই বিষয় সম্পর্কে স্পেনে অবস্থিত শিল্পপতিদের সামনে তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র থেকে অনুমোদন মিললেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসূচি বিস্তারিত আকারে চূড়ান্ত করা হবে বলে সূত্রের খবর। এর আগে ইতালির রাজধানী রোমে গিয়েছিলেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তা মিশনারিস অফ চ্যারিটির আমন্ত্রণে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
নবান্ন সূত্রে খবর, বিশ্ব বঙ্গ বাণিজ্য শিল্প সম্মেলনের আগে কয়েকটি রাজ্যেও যেতে পারেন এরাজ্যের মুখ্যমন্ত্রী। মহারাষ্ট্র, চেন্নাই, পাঞ্জাব-সহ কয়েকটি রাজ্যে গিয়ে সেখানকার বণিক মহলের সঙ্গে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই খবর। সাম্প্রতিককালে বেশ কয়েকটি প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার শিল্পের উপর গুরুত্ব দিয়েছেন। শিল্পে বিনিয়োগ আনাই যে তার অন্যতম লক্ষ্য তাও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী নভেম্বর মাসে রাজ্যে হবে বিশ্ববঙ্গ বাণিজ্য শিল্প সম্মেলন। তার আগেই শিল্পে বিনিয়োগ আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মত প্রশাসনিক মহলের। ইতিমধ্যেই রাজ্যের শিল্প দফতর এই বিষয় নিয়ে কয়েক দফা বৈঠকও করেছে বলেই নবান্ন সূত্রে খবর।
কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।