Malda : তেলমাখা কলাগাছে ওঠার প্রতিযোগিতা

আরও পড়ুন

গ্রামবাংলায় অনেক মজার খেলা রয়েছে। তার মধ্যে একটি খেলা হ’ল তেলমাখা কলাগাছ বেয়ে ওঠা। এই খেলাসহ গ্রামবাংলার অনেক খেলা এখন প্রায় বিলুপ্ত। কাল মঙ্গলবার সন্ধ্যায় খুশির ঈদ উপলক্ষ্যে দাউদপুরে সেই খেলার প্রচলন ধরে রাখতে গ্রামাঞ্চলে কিশোদের নিয়ে ‘ তেলমাখা কলাগাছ বেয়ে ওঠার ‘ লড়াই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই খেলার আয়োজনের উদ্যোগ নিয়েছিলেন মালদা জেলার চাঁচলের দাউদপুর গ্রামবাসীরা।

ঈদ উপলক্ষে এদিন খুদে, কিশোর ও যুবকদের জন‍্য দাউদপুর এলাকায় বিভিন্ন রকম প্রতিযোগিতার আয়োজন করা হয়। হাঁড়ি ভাঙা, জ‍্যান্ত হাঁস ধরা, দেশলাইয়ের কাঠি দিয়ে মোমবাতি জ্বালানো আরও অনেক খেলা। তবে এদিন আকর্ষণীয় প্রতিযোগিতা হয়ে ওঠে তেলমাখা কলা গাছে বেয়ে ওঠা।

প্রথমে কুড়ি ফুট উচ্চতার একটি কলাগাছে তেল মাখিয়ে দেওয়া হয়। এরপর সেই কলাগাছে উঠতে থাকে প্রতিযোগিরা। প্রায় চল্লিশ জন প্রতিযোগি আপ্রান চেষ্টা করে কলাগাছের শেষ প্রান্তে ওঠার চেষ্টা করে। তবে, এই প্রতিযোগিতা দেখতে দর্শকদের উপস্থিতি ছিল নজরকাড়ার মতন। এই খেলার উদ‍্যোক্তাদের তরফে রিটন আলী জানিয়েছেন, কলা গাছে ওঠা প্রতিযোগিতায় দুইজন বিজয়ী হয়েছে। প্রথম স্থানাধিকার করেছে রাইহান হোসেন এবং দ্বিতীয় স্থানাধিকার করেছে আব্দুল রহিম। তাদের পুরস্কারও দেওয়া হয়েছে।

উদ‍্যোক্তা মাজেদুর রহমান জানিয়েছেন,টানা দূবছর করোনার জেরে ঈদ উপলক্ষ্যে গ্রামে কোনো অনুষ্ঠান হয়নি। এলাকাবাসীকে মনোরঞ্জন করার জন্য এমন উদ‍্যোগ গ্রহন করা হয়েছে।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close