Malda : অনুমতি পত্র ছাড়াই রাতের অন্ধকারে মোবাইল টাওয়ার বসানোর অভিযোগ পুরকর্মীর বিরুদ্ধে

আরও পড়ুন

রাতের অন্ধকারে বেআইনিভাবে বাড়ির ছাদের উপর চুপি চুপি মোবাইল টাওয়ার বসানোর অভিযোগে নাম জড়ালো এক পুর কর্মী শিশির দাসের বিরুদ্ধে। এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা জেলার পুরাতন মালদা পুরসভার ২০ নং ওয়ার্ডের স্কুল পাড়ায়। তবে স্থানীয়দের হস্তক্ষেপে একাধিকবার নিষেধ করা হয়েছে এবং কাজে বাধা দেওয়া হলে স্থানীয় বাসিন্দাদের গুণ্ডাবাহিনী দিয়ে মারধর করার হুমকি দেয়া হয় বলে এমনটাই অভিযোগ উঠে আসছে ওই পুর কর্মী শিশির দাসের বিরুদ্ধে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুরাতন মালদা পুরসভার ২০ নং ওয়ার্ডের স্কুল পাড়া ঘনবসতিপূর্ণ হওয়ায় সেখানে যদি বেআইনিভাবে মোবাইল টাওয়ার বসানো হয় তাহলে সাধারণ মানুষের নানা ধরনের সমস্যা দেখা দিবে। তারা আরও গুরুতর অভিযোগ করেন, ওই পুর কর্মী দীর্ঘ ৩ বছর আগে স্থানীয় বাসিন্দাদের চোখে ধুলো দিয়ে একইভাবে মোবাইল টাওয়ার বসাতে চেয়েছিল কিন্তু সেখানে বাধা দেওয়ায় সে ব্যর্থ হয়। তবে এখন তার ব্যতিক্রম নয় আবার সে স্থানীয় বাসিন্দাদের চোখে ধুলো দিয়ে বাড়ির ছাদের ওপর রাতের অন্ধকারে চুপি চুপি কাজ চালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ এবং সেই কাজে স্থানীয়রা বাঁধা দেওয়ায় তাদেরকে রীতিমত গায়ের জোরে ভয় দেখিয়ে গুণ্ডাবাহিনী দিয়ে মারধরের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। কি বলছেন এই বিষয়ে পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ শুনব-

পাশাপাশি এদিকে, এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা মালদা থানার মঙ্গলবাড়ী পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অন্যদিকে, পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানিয়েছেন, এ বিষয়ে ঘটনার অভিযোগ পেয়েছি। তবে ওই পুর কর্মী সম্পূর্ণ বেআইনিভাবে পুরসভার কোন অনুমতি পত্র ছাড়াই মোবাইল টাওয়ার বসানোর চেষ্টা করছিল কিন্তু পুরসভার তরফে সেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং বাকি বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। শুনে নেব একবার স্থানীয় বাসিন্দা বিনয় ঘোষ এই বিষয়ে কি বলছেন –

 

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close