মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতা-কর্মীরা রাস্তা অররোধ করে সাধারণ মানুষের অসুবিধা না করার নির্দেশ দিলেও তার দলের প্রধান গোয়ালপোখর থানার আই সি-র বিরুদ্ধে একাধিক বেনিয়মের অভিযোগ ঝালঝালি রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করল। এই ঘটনায় রাজ্য সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আই সি ঘটনাস্থলে পৌঁছলে আন্দোলনকারীদের সঙ্গে বচসা বাঁধে। দীর্ঘ একঘন্টা রাস্তা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় নেতা-কর্মীরা।
গোয়ালপোখর থানার জৈনগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান নাজিস আহসানের অভিযোগ, গোয়ালপোখর থানার পুলিশ মঙ্গলবার চোরাই গাড়ি সন্দেহে একটি গাড়ি আটক করেছিল। পুলিশ বুধবার সেই গাড়িটিকে ছেড়ে দেয়। এছাড়াও বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়ক দিয়ে ভাড়ি যান চলাচল করায় সাধারণ মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। পুলিশের মদতেই এই গাড়ি চলাচল করছে। পুলিশকে এই গাড়ি চলাচল বন্ধের দাবি করা হলে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপারের নির্দেশেই এই গাড়ি চলাচল করছে বলে গোয়ালপোখর থানার পুলিশ দাবি। পুলিশ সুপার ঘটনাস্থলে না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবার হুমকি দেন। এক ঘন্টা অবরোধ চলার পর আই সি আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার হয়।
বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন –
Fourteen Times Line