Uttar Dinajpur : ইসলামপুরকে পূর্ণাঙ্গ জেলা করার দাবিতে ৮ মে সম্মেলন

আরও পড়ুন

ইসলামপুরকে পূর্ণাঙ্গ জেলা করার দাবিতে ইসলামপুরের বাস টার্মিনালে বিশাল সম্মেলনের আয়োজন করতে চলেছে ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশন (ফিটো)। শনিবার রাতে ফিটোর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা করা হয়।

সংগঠনের সভাপতি কানহাইয়া বোথরা জানান, ১৯৫৬ সালে, ইসলামপুর মহকুমা বিহারের পূর্ণিয়া জেলা থেকে আলাদা করে পশ্চিমবঙ্গে একীভূত করা হয়েছিল, যখন ইসলামপুরকে একটি পৃথক জেলা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু এরপর থেকে ইসলামপুরকে জেলা করা হয়নি। সময়ে সময়ে ইসলামপুরকে জেলা করার দাবিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আন্দোলন করা হলেও এখন পর্যন্ত ইসলামপুরকে জেলা করা হয়নি, তাই ফিটো ইসলামপুরকে জেলা করার জন্য বৃহৎ পরিসরে আন্দোলন করার মনস্থির করেছেন। আগামী ৮ মে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ইসলামপুরের ৫টি ব্লকের বিভিন্ন সামাজিক সংগঠন এবং ক্লাব এবং বুদ্ধিজীবীদের এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে, ব্যাপকভাবে আলোচনার আয়োজন করা হবে।

তিনি বলেন, ইসলামপুর থেকে রায়গঞ্জ, কর্ণজোড়া যাওয়া এবং বিভিন্ন সরকারি কাজ করে একদিনে ফিরে আসা কঠিন। মধ্যবিত্ত ও দরিদ্র জনগোষ্ঠীকে ১-২ দিন কাজ বন্ধ করে বিভিন্ন কাজে জেলা সদরে যেতে হয়। যার কারনে গরিব সাধারণ মানুষের অনেক সমস্যা হয়। এখানকার ভৌগোলিক অবস্থান বিবেচনায় ইসলামপুরকে জেলা করা খুবই জরুরি।

তিনি দাবি করেন, ইসলামপুর জেলা গঠনের ফলে অনেক সুবিধা হবে, কর্মসংস্থানের সুযোগ উন্মুক্ত হবে। ইসলামপুরকে জেলা হিসেবে গড়ে তুলতে সব ধরনের পরিকাঠামো বিদ্যমান রয়েছে। ইসলামপুরে জাতীয় সড়ক ও রেলপথ হওয়ার পাশাপাশি বাগডোগরা বিমানবন্দরও কাছাকাছি, তাই ইসলামপুরকে জেলা করা খুবই জরুরি।

অন্যদিকে, ফিটোর সাধারণ সম্পাদক সুভাষ চক্রবর্তী জানান, ইসলামপুরকে জেলা করার আন্দোলনে সবার সমর্থন রয়েছে। ইসলামপুর আন্দোলনের মাটি, এখানে অনেক অধিকারের দাবিতে অনেক ধরনের আন্দোলন করা হয়েছে এবং এই দাবি পূরণ হবে বলেও আশা করা হচ্ছে। এই সংবাদ সম্মেলনে সংগঠনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Fourteen Times Line, Islampur

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close