কর্মচ্যুত হয়ে পড়া কোভিড যোদ্ধাদের পুনরায় নিয়োগ করা হল কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ন মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের দ্বারা।
করোনার বাড়বাড়ন্তের সময় অস্থায়ীরূপে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতাল এর উদ্যোগে ১২২ শয্যার একটি কোভিড হাসপাতাল তৈরী করা হয়েছিল। সেখানে অস্থায়ীরূপে কর্মরত ছিলেন ২২ জন কর্মচারীদের। পরবর্তীতে করোনার প্রকোপ কমে গেলে ৩১ মার্চ থেকে তাদের কাজ চলে যায় এবং কর্মহীন হয়ে পরেন তারা। ফলে ভীষণ সমস্যায় পড়েন এই সমস্ত কর্মচারীরা। এক কথায় তারা হলেন কোভিড যোদ্ধা। ফলে, এই ২২ জন কর্মচ্যুত কোভিড যোদ্ধারা চিন্তিত হয়ে পড়েন। টালবাহানার পর তাদের কাজে সেদিন নিয়োগ করা হয়। স্বভাবতই, হাসপাতালে নিয়োগ হয়ে খুশি এই সমস্ত কোভিড যোদ্ধারা।
কোচবিহার জিতেন্দ্র নারায়ান মেডিকেল কলেজও হাসপাতালের এমএসভিপি(MSVP) রাজীব প্রসাদ বলেন, চিকিৎসক, নার্সদের পরেই এরা নিরলসভাবে, নিজেদের কথা না ভেবে কোভিড মোকাবিলায় কাজ করেছিলেন এবং সকলের মিলিত প্রচেষ্টায় কোভিড মোকাবিলা করাসম্ভব হয়েছে। পরবর্তীতে সরকারি নির্দেশানুযায়ী, এই ২২ জন অস্থায়ী কর্মী কর্মচ্যুত হয়ে পড়ায় তারা ভীষণ সমস্যায় পড়েন। রোগী কল্যাণ সমিতির সম্মতিক্রমে সেই কর্মচ্যুত হয়ে পরা কর্মীদের পুনরায় নিয়োগ করলো কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ান মেডিকেল কলেজ ও হাসপাতালে।