বাংলার কান ঘেঁষে যাবে মোখা, উত্তরবঙ্গে হবে আবহাওয়ার পরিবর্তন

আরও পড়ুন

বুধবারের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘মোখা’ (Mocha)। এই নামকরণ করেছে ইয়েমেন। রবিবার থেকে গরমের তীব্রতা আরও বাড়বে। সোমবার সকালে এই ঘূর্ণিঝড় নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে অস্বস্তিকর আবহাওয়া থাকবে গোটা বাংলাজুড়ে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় চলবে বৃষ্টিপাত।

সূত্রের খবর, ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল বাংলাদেশ ও মায়ানমার সংলগ্ন উপকূলে হতে পারে বলে অনুমান করেছেন আবহাওয়াবিদেরা। সে ক্ষেত্রে খানিকটা হলেও রক্ষা পেতে পারে পশ্চিবঙ্গ। বাংলার কান ঘেঁষে বেড়িয়ে যাতে পারে মোখা। তবে দেশের আবহাওয়া দফতর এখনও তার গতিপথ পুরোপুরিভাবে সুনিশ্চিত করেনি। উত্তরবঙ্গের নিচের দিকের জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে আবহাওয়ার পরিবর্তন হবে। পর্যটক ও মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। নিষেধ করা হয়েছে সমুদ্রে যেতে।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close