Chanchol : মদ‍্যপ অবস্থায় ইঁদুর মারা বিষ খেয়ে মৃত‍্যু

আরও পড়ুন

মদ‍্যপ অবস্থায় ঈঁদুর মারা বিষ পান করে আত্মঘাতী হলেন এক ব‍্যক্তি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মালদহের চাঁচল থানার কনুয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব‍্যক্তির নাম সকাল দাস। তার ৫৫ বছর বয়স। পরিবারের দাবি, তিনি ইঁদুর মারার বিষ খেয়েই আত্মঘাতী হয়েছেন।

মৃত সকাল দাস পেশায় ছিলেন দিনমজুর। তার স্ত্রী শ‍্যামলী দাস জানিয়েছেন, গতকাল রাতে বাইরে থেকে মদ‍্যপ অবস্থায় বাড়ি এসছিলেন তিনি। মদ্যপ অবস্থায় থাকার ফলে তার কোনও হুঁশ থাকেনা। ফলস্বরূপ, সকালবাবু ঘরের মধ‍্যে থাকা ইঁদুর মারার বিষ পান করে ফেলেন। স্ত্রী তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন,”ভুলবশত খেয়ে নিয়েছি। আমি আর বাঁচব না, আমি মারা যাব”।

তার স্ত্রী শ্যামলী দাস আরও বলেন, “স্বামী আপাতত কোনও কাজ করত না। বাড়িতে রয়েছে এক ছেলে। সে গৃহস্থীর কাজ করে সংসার চালায়। স্বামী দীর্ঘদিন ধরে মদ‍্যপ অবস্থায় বাড়িতে প্রবেশ করতেন। তবে কোনোদিনও পরিবারে ঝগড়া -অশান্তি করত না”। বুধবার চাঁচল হাসপাতাল মর্গ থেকে ময়নাতদন্তের জন‍্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এমন আকস্মিক ঘটনার ফলে রীতিমতো বিস্মিত হয়েছে তার গোটা পরিবার। তবে, তার দেহ ময়নাতদন্তে পাঠিয়ে মৃত‍্যুর প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ প্রশাসন।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close