তড়িতাহত হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে, মালদা জেলার ইংরেজবাজার থানার সাটটারী গ্রামে। সূত্রের খবর, মৃত যুবকের নাম মোবারক মৌমিন। ঈদের আগেই শোকের ছায়া নেমেছে স্থানীয় এলাকায়।
পরিবার সূত্রে জানা যায়, বৃষ্টির জন্যে বাড়ির স্নানঘরের কাছে জমে যায়। শুক্রবার সকালে সেই জমে যাওয়া জল ইলেকট্রিক মোটর দিয়ে ফেলার জন্য ইলেকট্রিক তার ভোরে বোর্ডে সুইচ দিতে যায় মোবারক। ঠিক সেই সময় তড়িতাহত হয়ে মৃত্যু হয় তার। এরপর, বাড়ির লোক ও স্থানীয়রা তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকরা সেই যুবককে দেখলে হাসপাতালেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনার ফলে ঈদের আগেই গোটা গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।