মঙ্গলবার ধুপগুড়ি বিধানসভার উপনির্বাচন। নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যেই সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই সেখানে এসে পৌঁছেছে দুই দফায় ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মঙ্গলবার সকাল সাতটা থেকে সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ধুপগুড়ি বিধানসভা উপনির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২লক্ষ ৬৯হাজার ৪১৬ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ৩৮হাজার ০৯০ জন ও মহিলা ভোটার ১লক্ষ ৩১হাজার ৩২৪ জন। মোট বুথের সংখ্যা ২৬০টি। যার মধ্যে ১৫৫টি বুথে ওয়েবকাস্টিং করা হবে। এবং ১১০ টি বুথে সিসিটিভি থাকবে। এছাড়াও থাকছে ৪০ জন মাইক্রোকার্ভার। পাশাপাশি থাকছে ২৭ টি কুইক রেসপন্স টিম যাতে এক সেকশন অর্থাৎ আটজন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে। রাজ্যের সশস্ত্র পুলিশ ও লাঠি গাড়ি পুলিশ থাকবে ভোটের লাইন ঠিক করার জন্য এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নজরদারি করার জন্য। সোমবার সন্ধ্যে সাড়ে ছটা থেকে বুথের ১০০ মিটারের মধ্যে জারি হয়ে যাচ্ছে ১৪৪ ধারা যা ভোট শেষ হওয়া পর্যন্ত থাকবে।
ধুপগুড়ি বিধানসভার উপনির্বাচনে মোট প্রার্থী সংখ্যা সাত জন যার মধ্যে পুরুষ পাঁচজন ও মহিলা দুইজন। ধুপগুড়ি বিধানসভার উপনির্বাচনে ২৬০ টি বুথের মধ্যে দুটি বুথ সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত বোধ থাকবে বলে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানিয়েছেন। যে সমস্ত জায়গায় এক বা দুই টি বুথ থাকবে সেখানে ন্যূনতম ১ সেকশন অর্থাৎ আট জন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে এবং যেখানে তিন ও চারটি বুথ থাকবে সেখানে ন্যূনতম দুই সেকশন অর্থাৎ ১৬ জন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। নির্বাচন কমিশন এখনো পর্যন্ত যে ব্যবস্থা গ্রহণ করেছে সেই জায়গা থেকে কমিশন আশা করছে কোনরকম অশান্তি ছাড়াই সম্পূর্ণ নির্ভীক নেই ধুপগুড়ি বিধানসভার উপনির্বাচন সম্পন্ন করতে তারা সক্ষম হবেন। এখন দেখার বিষয় রাজ্যের সম্প্রতি হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচনের যে ছবি সকলের সামনে ধরা পড়েছে সেখান থেকে জাতীয় নির্বাচন কমিশন সাগরদিঘী নির্বাচনের পর ধুপগুড়ি বিধানসভার উপনির্বাচন শান্তিপূর্ণভাবে করাতে কতটা সক্ষম হয়। ২৬০টি বুথের মধ্যে ১৫০টি বুথ অতি স্পর্শকাতর বলে নির্বাচন কমিশন সূত্রের খবর।
জলপাইগুড়ির ধূপগুড়ি ও কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।