বৃহস্পতিবার গভীর রাতে ধূপগুড়ি ব্লকের সাকোয়োঝোড়া ২ নম্বর গ্ৰাম পঞ্চায়েতের মল্লিকশোভা এলাকায় বসবাসকারী আজিবুল হকের বাড়িতে আচমকাই ১০-১২ টি হাতির একটি দল ঢুকে তান্ডব চালায়। এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায় এলাকায়।
আজিবুল হক জানান, বৃহস্পতিবার গভীররাতে তিন সন্তান-সহ বাড়ির সাতজন সদস্য ঘুমে আচ্ছন্ন ছিলেন। সেই সময় আচমকাই আওয়াজ পেয়ে আজিবুল হকের ঘুম ভেঙে গেলে চক্ষু চড়কগাছ হয়ে যায় তার। হাতির দলের তান্ডব চালাতে দেখে তড়িঘড়ি পরিবারের সদস্যেদের নিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য জবেদুল ইসলামের বাড়িতে আশ্রয় নেন তারা। এরপর হাতির দল তাদের পিছু নিয়ে জবেদুল ইসলামের বাড়ি-সহ পর পর বাড়িগুলিতে তান্ডব চালাতে থাকে। মোট চারটি বাড়ি তছনছ করে দেয়। এতে আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে।
স্থানীয় বাসিন্দাদের অনুমান, পাশের সোনাখালী জঙ্গল থেকে হাতিগুলি এসেছে খাবারের খোঁজে। স্থানীয়দের অভিযোগ- বনদফতরে খবর দিলেও তারা ঘটনাস্থলে পৌঁছয়নি। এই ঘটনায় ক্ষিপ্ত এলাকাবাসী।
ফোর্টিন টাইমলাইন, ধূপগুড়ি, জলপাইগুড়ি।