Dhupguri: অমরনাথে তীর্থে গিয়ে বিপাকে ধূপগুরির ছয় ব্যবসায়ী

আরও পড়ুন

শুক্রবার বিকেলে ভয়াবহ বৃষ্টির ফলে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে রয়েছে অমরনাথ চত্বরে। এই ঘটনায় মৃত্যু বাড়ার সঙ্গে সঙ্গে নিখোঁজ হয়েছেন বহু মানুষ। এই দুর্যোগে নিখোঁজদের মধ্যে রয়েছে ধূপগুড়ির ছ’জন বাসিন্দা। ছ’জনের মধ্যে চারজন ক্যাম্পে ফিরে এলেও দুজনের কোনও খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত।

তারা জানান, আচমকাই শুক্রবার বিকেলে প্রবল বৃষ্টি নেমে পড়ে অমরনাথ গুহা-সহ কালীমাতার মাঝামাঝি সমস্ত এলাকা জুড়ে। অমরনাথ গুহার উপর থেকে জল ঢুকতে শুরু করে একের পর এক বেস ক্যাম্পে। এর ফলে ভেসে গেছে ২৫ টি পূর্ণার্থী শিবির। এই ঘটনার ফলে ওই ছয় জন ভ্রমণ পর্যটকের মধ্যে প্রত্যেকেই আলাদা হয়ে যান। তারা জানিয়েছেন প্রচন্ড জলের স্রোত ভাসিয়ে নিয়ে যাচ্ছিলো সবাইকে। কোনোমতে প্রাণ বাঁচিয়ে তারা ক্যাম্পে ফিরে এলেও দেখে তাদের দুজন সঙ্গীর কোনো খোঁজ খবর নেই।

পুলিশ সূত্রে খবর, ধূপগুড়ির ছ’জন ব্যক্তি কিছুদিন আগে পায়ে হেঁটে অমরনাথ যাত্রার উদ্দেশ্যে রওনা হয়েছিল । অমরনাথে পৌঁছেই বিপদের মুখে পড়েন তারা। ধূপগুড়ির ওই বাসিন্দারা পেশায় প্রত্যেকেই ব্যবসায়ী। দু’জন সঙ্গীর কোনও খোঁজ খবর না পাওয়ায় তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন। চিন্তিত তার পরিবারের সদস্যরাও।

ফোর্টিন টাইমলাইন, ধূপগুড়ি, জলপাইগুড়ি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close