বৃহস্পতিবার রাত আটটা নাগাদ স্কুলমাঠে বোমাবাজি ও গুলিচালনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে দিনহাটার নিগমনগর এলাকায়। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, নিগমনগর নিগমানন্দ সারস্বত বিদ্যালয়ের হস্টেলের মাঠ সংলগ্ন মিড ডে মিলের ঘরের পাশে আচমকাই একটি বোমা বিস্ফোরণ হয়। আওয়াজ পেয়ে ছুটে আসে স্থানীয়রা। দুষ্কতীদের পাকড়াও করতে গেলে নিগমানন্দ আশ্রমের গেটের সামনে কয়েক রাউন্ড গুলি চালিয়ে সেখান থেকে পালিয়ে যায় দুষ্কতীরা। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। বার বার এমন ঘটনায় প্রশাসনিক কোনও পদক্ষেপ না নিলে ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ দেখতে শুরু করেন স্থানীয়রা। পরে পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন। দুষ্কতীদের তল্লাশি চালাচ্ছে পুলিশও এমন ঘটনা নিয়ন্ত্রণে আনার আশ্বাস জুগিয়েছে। তবে কবে নাগাদ বোমাবাজি বন্ধ হয় সেটাই এখন দেখার।
ফোর্টিন টাইমলাইন, দিনহাটা, কোচবিহার।