Malda : রোদ থেকে বাঁচতে ছাতা বিতরণ

আরও পড়ুন

মালদা জেলার ইংরেজবাজার কাউন্সিলর ছবি দাস এবং যুব তৃণমূল নেতা প্রসেনজিৎ দাসের উদ্যোগে মালদা থানার বিভিন্ন ট্রাফিক মোড়ে নীল সাদা রং এর ছাতা বিলি করা হয়।

গত কয়েকদিন ধরে অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলাতেও পড়েছে তীব্র গরম। মালদায় ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে তাপমাত্রা। তীব্র গরমেও কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের হাঁসফাঁস অবস্থা।

এই পরিস্থিতিতে ট্রাফিক পুলিশ ও ভলেন্টিয়ারদের কষ্টের কথা ভেবে বড় ছাতা বিলির উদ্যোগ নেয় ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর ও যুব তৃণমূল কংগ্রেস নেতা প্রসেনজিৎ দাস। শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ মালদা শহরের পোস্ট অফিস মোড়ে জেলা ট্রাফিক ইন্সপেক্টর শান্তি নাথ পাঁজার হাতে বড় ছাতাগুলি তুলে দেন কাউন্সিলর ছবি দাস ও যুব তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস। যুব তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস জানান,

 

” তীব্র দাবদাহে প্রচন্ড কষ্টের মধ্যে ডিউটি করতে হয় ট্রাফিক পুলিশদের। তারা যাতে একটু শান্তিতে ডিউটি করতে পারেন সেই জন্য ১২ নং ওয়ার্ড কাউন্সিলর এবং তার উদ্যোগে ইংরেজবাজার ও মালদা থানা এলাকায় বিভিন্ন ট্রাফিক মোড়ে ছাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। ”
ট্রাফিক এবং পরে নিজেদের সুবিধার্থে ছাতা বিলির উদ্যোগকে সাধুবাদ জানান মালদা ট্রাফিক ইনস্পেক্টর শান্তি নাথ পাঁজা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close