ইসলামপুরে ঝড় ও শিলাবৃষ্টির কারণে স্থানীয় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা সমস্যায় পড়েছেন

ইসলামপুরে ঝড় ও শিলাবৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতিতে সবচেয়ে বেশিক্ষতি হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের

আরও পড়ুন

উত্তরদিনাজপুর জেলার ইসলামপুরে ঝড় ও শিলাবৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়ি-ঘর ভেঙে যাওয়ার পাশাপাশি ঝরে গাছ চাপা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার থেকে সবচেয়ে বেশিক্ষতি হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের। ঝড় ও শিলাবৃষ্টিতে তাদের পঠন পাঠনের বইগুলি সব নষ্ট হয়ে গিয়েছে। তার সঙ্গে ভেঙে গিয়েছে মুক্ষমন্ত্রীর দেওয়া দশ হাজার টাকার মোবাইল ফোনও। আগামী ১৬ তারিখ তারা কিভাবে পরীক্ষা দেবে এই সমস্যায় ভুগছেন পরীক্ষার্থীরা। জানা গিয়েছে,ব্লক প্রশাসনের আধিকারিকেরা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে প্রয়োজনীয় ত্রানের ব্যাবস্থা করা শুরু করেছেন ।
রবিবার দুপুরে আচমকাই ঝড় ও শিলাবৃষ্টিতে লন্ডভন্ড হয়ে যায় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের পন্ডিতপোঁতা ২, গাইসাল ২ গ্রামপঞ্চায়েতের কালনাগীন, সুভাষপল্লী, দাড়িভিট সহ একাধিক গ্রাম। ঝড় ও শিলাবৃষ্টিতে ঘর বাড়ি ভেঙে যাওয়ার সঙ্গে নষ্ট হয়েছে অনেক জমির ফসলও। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ঘর-

বাড়ি ভেঙে যাওয়ার পাশাপাশি তাদের সব পঠন পাঠনের বই নষ্ট হয়ে গিয়েছে। তারা পরবর্তী ১৬ তারিখের পরীক্ষা কি করে দেবে এই চিন্তাই তাদেরকে এখন গ্রাস করে যাচ্ছে। গতকাল দুর্যোগের পর থেকে অনেকেই ঘর ছাড়া হয়ে খোলা আকাশের নীচে আবার কেউ স্থানীয় স্কুল গুলিতে আশ্রয় নিয়েছেন। অভিযোগ উঠেছে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও ত্রান-সাহায্য মেলেনি।পন্ডিতপোঁতা ২ নম্বর গ্রামপঞ্চায়েতের উপপ্রধানের প্রতিনিধি ক্ষিতিশ চন্দ্র সিংহ জানিয়েছেন, পঞ্চায়েতের থেকে খবর পাওয়ার পর তারা দু-একটি জায়গায় পরিদর্শন করে দেখেছেন। গ্রামবাসীরা ক্ষতিগ্রস্ত প্রত্যেক বাড়িতে একটি করে পলিথিন ও ত্রান-সাহায্য দেওয়ার জন্য আর্জি জানিয়েছেন।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close