অত্যাধুনিক প্রক্রিয়ার মাধ্যমে ভুট্টার গাছ দিয়ে পশুখাদ্য বানাচ্ছেন। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের মাদারীপুর ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে অস্থায়ী ক্যাম্প করে দার্জিলিং জেলার বিধাননগরের বাসিন্দা দুলাল ঘোষ এই প্রক্রিয়াকরণ শুরু করেছেন। ফেলে দেওয়া ভুট্টা গাছের অংশ কৃষকদের কাছ থেকে কিনে নিয়ে সেই গাছকে প্রক্রিয়া করে বড় বড় মন্ড বানিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিক্রি করছেন।
দুলাল বাবু জানান, এই অঞ্চলে এই জাতীয় মেশিন আর নেই। বিধান নগরে কিছু বছর আগে এই মেশিন বসানো হয়েছিল তবে প্যাকেট করার মেশিন ছিল না। শুধু ভুট্টা গাছগুলি চিপস করে অর্থাৎ কুটি করে ব্যাগের মধ্যে করে বিক্রি করা হত। এই সুন্দর মেশিনটির দ্বারা প্যাকেট করা হচ্ছে। এটি বসানোর পর চাহিদা আরও বেড়েছে। বিভিন্ন রাজ্যে এর চাহিদাও বেড়েছে বিশেষ করে পশুখাদ্য হিসেবে। এর চাহিদা এখন বাজারে প্রচুর। এই পশুখাদ্য এক বছর থেকে ১৮ মাস পর্যন্ত নষ্ট হয় না। পাশাপাশি এর দামও অনেক কম। এর গুণাগুণও ভাল। বর্ষাকালে যখন চারিদিকে জলের প্রভাব থাকে ফলে পশুখাদ্য পাওয়া যায়না। তখন পশুখাদ্য চাহিদা আরও বেড়ে যায়। তিনি আরও বলেন, আরও মানুষ এই ব্যবসায় আসুক ব্যবসা হবে। তিনি আর্থিক স্বচ্ছলতার স্বপ্ন দেখছেন এই ব্যবসা করে।
Fourteen Times Line