Jalpaiguri : পরিবেশবান্ধবভাবে বউভাতের অনুষ্ঠান!

আরও পড়ুন

গত বৃহস্পতিবার, এক জুটি জিষ্ণু চক্রবর্তী ও প্রগতি চক্রবর্তীর ধর্মীয় ও সামাজিকভাবে বিয়ে হয়। রবিবার তাদের বউভাতের অনুষ্ঠানে এই নবদম্পতিকে আশির্বাদ ও উপহার দিতে আসা আগত অতিথিদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। সেইসাথে খাওয়া দাওয়া থেকে শুরু করে প্যান্ডেলের কাজকর্ম সবেতেই ছিল প্রকৃতির ছোঁয়া।

রবিবার, সন্ধ্যা থেকেই দেখা গেল বউভাতের অনুষ্ঠান উপলক্ষে চক্রবর্তী বাড়ির সামনে হৈ হুল্লোর, নাচানাচি, খাওয়া দাওয়া। এই অনুষ্ঠানে আগত অতিথিদের তালিকায় ছিলেন বনাধিকারিক বিপাশা পারুল, মরাঘাট রেঞ্জের রেঞ্জার রাজকুমার পাল, জলপাইগুড়ি অনারারি ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী সহ আরও অনেকেই। তাদের প্রত্যেকের হাতেই গাছের চারা তুলে দিলেন জিষ্ণু এবং প্রগতি।

জিষ্ণু চক্রবর্তী বলেন, ” আমার এই বিশেষ দিনে পরিবেশ বান্ধব অনুষ্ঠানের আয়োজন করে বার্তা দেওয়ার চেষ্টা করেছি। কেননা এখনও নির্বিচারে গাছ কাটা হয় এবং মানুষ এখনও পরিবেশ সম্পর্কে সচেতন নয়। তাই মানুষ যাতে পরিবেশ বান্ধব জিনিসপত্র ব্যবহার করে এবং গাছ লাগায় যাতে করে আমরাও বাঁচবো এবং প্রকৃতিও বাঁচবে। সেই বার্তা দিতেই পরিবেশ বান্ধব অনুষ্ঠানের আয়োজন করেছি। “

বউভাতের অনুষ্ঠানে এসে জলপাইগুড়ি অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী জানান,” শিক্ষক ও সাংবাদিক জিষ্ণু চক্রবর্তীর প্রীতিভোজের অনুষ্ঠানে যেভাবে সবুজায়নের আয়োজন করা হয়েছে তার জন্য ওকে ধন্যবাদ জানাই। আমরা জানি ইতিমধ্যে গরমের দাবদাহের কারণে স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। সেখানে দাঁড়িয়ে সবুজায়নের বার্তা দিয়ে বিয়ের অনুষ্ঠান। এরকম অনুষ্ঠান এবং ডুয়ার্সের পরিবেশকে রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব।”

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close