Jalpaiguri : গজরাজের তান্ডব বাতাবাড়িতে

আরও পড়ুন

আবারও লোকালয়ে গজরাজের হানা। খাবারের খোঁজে লোকালয়ে হানা চলছেই হাতির। হাতির হামলায় এবার ক্ষতিগ্রস্ত একটি দোকান সহ দুটি ঘর। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায়।

হাতির তান্ডবের ঘটনায় সমগ্ৰ এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, বুধবার রাত প্রায় ১ টা নাগাদ একটি হাতি আসে চালসার মহাবাড়ি এলাকায়। হাতিটি সেখানে প্রকাশ ছেত্রীর দোকানের সামগ্রী সাবার করে দেওয়াল ভেঙ্গে দেয়। এরপর হাতিটি ওই এলাকারই সুজিত ওঁরাও এর ঘরের দেওয়াল ভেঙ্গে দেয়। ক্ষতিগ্রস্ত এক বাসিন্দা বলেন,

 

স্থানীয় বাসিন্দাদের চিৎকারে হাতিটি মহাবাড়ি থেকে মঙ্গলবাড়ি বস্তি এলাকায় চলে যায়। সেখানে সহদেব রায়ের রান্না ঘর গুঁড়িয়ে দেয় হাতিটি। সেখান থেকে ভোর রাতে হাতিটি পানঝোরা জঙ্গলে চলে যায়। বৃহস্পতিবার মহাবাড়ি এলাকায় পরিদর্শনে যান চালসার মাটিয়ালি বাতাবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক ভুজেল। এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্যা সারিতা থাপা। ক্ষতিগ্রস্তরা তার কাছে ক্ষতিপূরনের দাবি জানিয়েছেন। পঞ্চায়েত সদস্যা সারিতা থাপা বলেন, “লাগাতার হাতির হানায় আতঙ্কিত এলাকার জনগণ। ক্ষতিপূরণ প্রদান সহ হাতির হানা বন্ধের জন্য বনদপ্তরকে জানানো হবে”।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close