Chopra : নববধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য চোপড়ায়

আরও পড়ুন

নববধূর অস্বাভাভিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো চোপড়া থানার ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের দামোদর খুড়ি গ্রামে। মৃতার নাম নুর নিহার, পিতা রহিম উদ্দিন। সূত্রের খবর, গত ২৭ এপ্রিল বিস্ক্রিয়ায় অসুস্থ হলে তাকে চোপড়া দলুয়া হাসপাতলে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইসলামপুর মহকুমা হাসপাতালে রেফার করেন তাকে। আশঙ্কাজনক অবস্থায় থাকায় ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসক শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। ২ মে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নববধূ নূর নিহার। নববধূর স্বামী ওই নববধূর উপর নির্মমভাবে অত্যাচার করত বলে অভিযোগ। অকালে প্রাণ হারাতে হয়েছে বছর ১৮ বছরের নুরনিহারকে। সূত্রের খবর, নজরুল ইসলাম এবং নুরনিহারের মুসলিম শরীয়ত মতে বিয়ে হয় এবং নগদ দুই লক্ষ টাকা যৌতুক দেয় মেয়ে পক্ষ। তারপর থেকে স্বামী অশান্তি করতে থাকে। এমনকি মৃত্যুর পরেও কোনওরকম সহযোগীতা পাওয়া যায়নি নববধূর শশুর বাড়ির পক্ষ থেকে বলে অভিযোগ। অবশেষে বুধবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে দেহটি নিয়ে আসা হয় মৃতার বাপের বাড়িতে। দেহটি পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে এলাকাজুড়ে।

Fourteen Times Line, Uttar Dinajpur

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close