দীর্ঘদিন জমে-মানুষে লড়াই করে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করলেন কোচবিহারের নির্যাতিতা। স্থানীয় এম জে এন হাসপাতাল মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হল নির্যাতিতা অনামিকা আর্যর।
সূত্রের খবর, প্রায় দশদিন থেকে অসুস্থ নির্যাতিতার চিকিৎসা চলছিল।এই মৃত্যুর পরে মৃতের কাকা দাবি করেছেন যারা অভিযুক্ত তারা বিজেপি সমর্থক। মৃতের কাকাকে পাশে নিয়ে তৃণমূল-কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের দাবি- এই অভিযুক্তরা বিজেপি-র হয়ে পঞ্চায়েত নির্বাচনে কাজ করেছেন। মঙ্গলবার বিজেপি নেতা রাহুল সিনহা হাসপাতালে এসেছিলেন নির্যাতিতার সঙ্গে দেখা করতে। যদিও বিজেপি-র দাবি, মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস।
উল্লেখ্য, ১৮ জুলাই নবম শ্রেণির স্কুল ছাত্রীকে অপহরণ করে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে৷ দু’দিন পরে অসুস্থ অবস্থায় ওই ছাত্রী কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়। এব্যাপারে পুন্ডিবাড়ি থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ ৷
কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।