Uttar Dinajpur : করণদিঘি ব্লকের অঞ্চল কমিটি গঠন

আরও পড়ুন

উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস নতুন করে শক্তিশালী হচ্ছে। শুক্রবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকে অঞ্চল কমিটি গঠন করা হয়। এদিন করণদিঘি ব্লকের মাগনাভিটা প্রাথমিক স্কুলে এই অঞ্চল নেতৃত্বের নাম চূড়ান্ত করে। অঞ্চল নেতৃত্বকেই বুথ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই বুথ কমিটির মাধ্যমে জাতীয় কংগ্রেসের নতুন শ্লোগান হাত জড়ো কর্মসূচী শুরু করবে।

সূত্রের খবর, জাতীয় কংগ্রেসের শক্ত ঘাটি হিসেবে পরিচিত ছিল উত্তর দিনাজপুর জেলা। এক সময় এই জেলা থেকেই নির্বাচিত হয়ে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন প্রিয় রঞ্জন দাসমুন্সি, দীপা দাসমুন্সি। সাংসদ ছাড়াও জেলার অধিকাংশ গ্রাম পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি কংগ্রেসের দখলে ছিল। বামফ্রন্ট সরকার ক্ষমতাচ্যুত হবার পরও রায়গঞ্জ, কালিয়াগঞ্জ সহ একাধিক বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীরা জয়লাভ করেছিল। গত বিধানসভা নির্বাচনে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত-সহ কংগ্রেস প্রার্থীদের লজ্জাজনক হার হয়েছিল। কংগ্রেস দল উত্তর দিনাজপুর জেলা থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে বসেছিল। সম্প্রতি চাকুলিয়ার প্রাক্তন ফরয়ার্ড বিধায়ক আলি ইমরান রমজ ওরফে ভিক্টর এবং প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সাইরিনি-সহ চাকুলিয়া এবং গোয়ালপোখরের একাধিক নেতা কংগ্রেস যোগ দেবার পর কংগ্রেস দলে নতুন করে জোয়ার আসে। সামনে পঞ্চায়েত ভোট। শিক্ষক নিয়োগ দূর্নীতি সহ একাধিক দূর্নীতির অভিযোগে শাসক দল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা বর্তমানে জেলে রয়েছে। শাসক দলের এই দূর্নীতিকে হাতিয়ার করে পঞ্চায়েত ভোটে কংগ্রেস দল এই জেলা প্রাসঙ্গিক হয়ে উঠতে চাইছে। সেই লক্ষ্যে কংগ্রেস নীচুতলায় সংগঠনকে শক্তিশালি করতে আসরে নেমেছে। শুক্রবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকে সমস্ত অঞ্চল কমিটি গঠনের কাজ শেষ করল। শুক্রবার করণদিঘি ব্লকের সমস্ত অঞ্চল সভাপতি নাম চূড়ান্ত করল। অঞ্চল সভাপতিরাই বুথ কমিটি গঠন করে পঞ্চায়েত নির্বাচনে প্রস্তুতি শুরু করল।

উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close