রাজ্য সরকারের ১১ বছর বর্ষপূর্তি উপলক্ষে ‘জল ধরো, জল ভরো’ প্রকল্পের মাধ্যমে ১৯ জন মৎস্যজীবিদের সাইকেল ও মৎস্য সংরক্ষণ বাক্স দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর ব্লকে এই বিতরণী অনুষ্ঠানের কর্মসূচির আয়োজন করা হয়। ইসলামপুরের বিডিও রজত রঞ্জন দাস জানিয়েছেন, মৎস্য দফতরের পক্ষ থেকে এদিন ১৯ জন মৎস্যজীবিকে সাইকেল ও মৎস্য সংরক্ষণ করার জন্য একটি করে বাক্স দেওয়া হয়েছে। অন্যদিকে, ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার জানান, এই সরকারের বিভিন্ন প্রকল্পের রয়েছে তার মধ্যে মৎস্যজীবিদের জন্য ‘জল ধরো জল ভরো’ প্রকল্প রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে এর আগেও মৎস্যজীবিদের মাছের পোনা দেওয়া হয়েছে। এদিন ১৯ জন মৎস্যজীবিকে এই প্রকল্পের মাধ্যমে সাইকেল ও একটি বাক্স দেওয়া হয়। রাজ্য সরকারের ‘জল ধরো জল ভরো’ প্রকল্পের মাধ্যমে সাইকেল ও মৎস্য সংরক্ষণের জন্য একটি বাক্স পেয়ে খুশি মৎসচাষিরা। রাজ্য সরকারকে অন্তর থেকে ধন্যবাদ জানিয়েছেন মৎস্যজীবিরা।
Fourteen Times Line, Uttar Dinajpur