অস্ত্র কেনাবেচার অভিযোগে চার জনকে গ্রেফতার করল চুঁচুড়া থানার পুলিশ। অভিযুক্তরা ইমাম হোসেন, সম্রাট বল, চিত্ত সাউ ও সত্যজিৎ বৈরাগী। ইমাম হোসেন চুঁচুড়া তালডাঙা গড়গড়ি পাড়ার বাসিন্দা ও সম্রাট বল ব্যান্ডেল বালির মোড়ের বাসিন্দা। চিত্ত সাউ ও সত্যজিৎ বৈরাগী মল্লিক কাশেম হাটের কাছে বসবাস করে। চিত্ত সাউ-এর বাড়ি থেকে বেআইনি অস্ত্র কেনে বেঁচা করতে গিয়ে পুলিশের হাতে আটক হতে হয় তাদের।
পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় চিত্ত সাউ-এর বাড়িতে। ধৃতদের কাছ থেকে পুলিশ বাজেয়াপ্ত করে কয়েকটি ৭ এম এম পিস্তল ৬ টি কার্তুজ, ১টি ওয়ান সার্টার পাইপগান ও ২ টি পাইপ গানের গুলি সহ বেশ কিছু টাকা। পুলিশ জানিয়েছে প্রত্যেকেই অপরাধী। ধৃতদের বিরুদ্ধে আগে থেকেই তোলাবাজি, বেআইনি অস্ত্র মজুত ও খুনের মামলা রয়েছে । চার জনকেই আজ চুঁচুড়া আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
হুগলী থেকে দেবস্মিতা চক্রবর্তীর রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।