Hooghly: স্বামীকে গ্রেফতারের দাবিতে উত্তেজনা ডানকুনিতে

আরও পড়ুন

পঁচিশ বছরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর পর স্বামী গ্রেফতার না হওয়ায় উত্তাল হয়ে উঠল হুগলির ডানকুনি থানার রঘুনাথপুরের ময়রাপাড়া। এলাকার মানুষের দাবি- অবিলম্বে গ্রেফতার করতে হবে অভিযুক্ত স্বামী রাজ মন্ডলকে।
প্রসঙ্গত, রাজের সঙ্গে ২০১৭ সালে বিয়ে হয় হাওড়ার নারায়ণপুরের সৌমপিকা মণ্ডলের ।সৌম্যপিকা মন্ডলের মা মিতু শাসমল বলেন, জামাই ও আরও যারা আমার মেয়েকে মেরেছে তাদের গ্রেফতার করতে হবে। যদিও রাজ মন্ডলের মা তুলসী মন্ডলকে পুলিশ গ্রেফতার করেছে। ক্ষুব্ধ এলাকাবাসীর দাবি- দ্রুত সৌম্যপিকার স্বামী রাজকেও গ্রেফতার করুক পুলিশ।

এ বিষয়ে সৌম্যপিকার নিকটাত্মীয়ার বক্তব্য শুনুন,

সৌম্যপিকার মা মিতু শাসমল কি বলেছেন শুনব-

পরে অবশ্য ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সৌম্যপিকার মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের ধরার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়

হুগলির ডানকুনি থেকে পলাশ চক্রবর্তীর রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close