Hooghly : পার্কের ভিড় সামলাতে দ্বারস্থ পুলিশবাহিনী

ঈদ উপলক্ষে ভিড় উপচে পড়ল হুগলির ওয়াটার থিম পার্কে। সামাল দিতে চুঁচুড়া থানার পুলিশ

আরও পড়ুন

ঈদ উপলক্ষে ভিড় উপচে পড়ল হুগলির ওয়াটার থিম পার্কে। সূত্রের খবর ভিড় সামাল দিতে চুঁচুড়া থানার পুলিশ বাহিনী হাজির হল এদিন । বিগত দু বছর করোনার জেরে বন্ধ ছিল পার্ক। তারপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই সরকারি বিধিনিষেধ শিথিল হয়েছে। খুলে দেওয়া হয়েছে পার্ক। ঈদ উপলক্ষে ভিড় উপচে পড়েছে হুগলি কানাগড়ের ওয়াটার থিম পার্কে।

এদিন পার্কে এত বেশি ভিড় হয় যে সামাল দিতে হিমশিম খায় পার্কের নিরাপত্তা রক্ষীরা। প্রসঙ্গত হুগলির বাইরে কলকাতা সহ ভিন জেলা থেকে বহু পর্যটক এসে পড়ায় পার্কে থিকথিকে ভিড় হয়ে যায়।এর আগে বিভিন্ন সময় এই পার্কে হওয়া গন্ডোগোলের অভিজ্ঞতা রয়েছে পুলিশের।তাই এত ভিড়ে বড় কোনো অশান্তি হতে পারে বুঝেই বিশাল পুলিশ বাহিনী নিয়ে পার্কে পৌঁছে জান চুঁচুড়া থানার আইসি অনুপম চক্রবর্তী।বেশ কিছু লোককে পার্ক থেকে বের করে দেওয়া হয়। নতুন করে পার্কে প্রবেশও বন্ধ করে দেওয়া হয়।পার্কের কর্নধার অভিজিৎ বিশ্বাস জানান,প্রতি বছর ঈদের পর পার্কে ভিড় জমে।সাত দিন ধরে চলে এই মজা আনন্দ।গত দুবছর পার্ক বন্ধ থাকায় সেই আনন্দে ভাঁটা পরেছিল। এবার ঈদের পরদিনই প্রচুর মানুষ এসেছেন।

উল্লেখ্য পার্কের নিজস্ব নিরাপত্তা রক্ষী থাকলেও ভিড় সামলাতে পুলিশ ডাকতে হয়। তৎক্ষণাৎ পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় । পার্কে ঘুরতে আসা পর্যটকরা জানান এত ভিড়ে ভালো করে ওয়াটার রাইডের মজা নিতে পারেনি।পুলে নেমে স্নানও করতে পারেনি অনেকেই ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close