ডাউন কাঠগুদাম এক্সপ্রেস থেকে পড়ে গেলেন এক যুবক। ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। যুবকের পরিচয় জানা যায়নি।
সূত্রের খবর, বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ রেলগাড়িটি
হাওড়ার দিকে যাওয়ার সময় ভদ্রেশ্বর প্লাটফর্ম-এর কাছে আনুমানিক বছর তিরিশের এক যুবক ট্রেন থেকে পড়ে যান। ঘটনার পর কিছুক্ষণ রেলগাড়িটি দাঁড়িয়ে থাকে। প্রত্যক্ষদর্শীদের অনুমান,ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। শেওড়াফুলি জি আর পি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। তবে ঠিক কি কারনে এমনটি ঘটল? তা রেল পুলিশকে ভাবাচ্ছে। ঘটনাটি কি সত্যিই কারও ইচ্ছাকৃত ঘটানো? নাকি নিছকই একটি দুর্ঘটনায় মৃত্যু! ইতিমধ্যেই এই ঘটনাকে ঘিরে যাত্রীমহল থেকে শুরু করে রেল আধিকারিকদের মধ্যে তুঙ্গে উঠেছে অনেকগুলি প্রশ্ন, ক্রমেই ঘনীভূত হচ্ছে ওই যুবকের মৃত্যুরহস্যও।
।
হুগলির ভদ্রেশ্বর থেকে দেবস্মিতা চক্রবর্তী রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা ।