Hooghly : বাইক আরোহীর অস্বাভাবিক মৃত্যু !

আরও পড়ুন

মোটর বাইক থেকে পরে মৃত্যু হল এক বাইক চালকের।ঘটনাটি ঘটেছে কেওটার দিক থেকে চুঁচুড়ার দিকে যাওয়ার সময় বারোটা নাগাদ ব্যান্ডেল লিচুবাগানের কাছে জিটি রোডে। সূত্রের খবর মৃতের নাম বৈদ্যনাথ গাঙ্গুলী(বয়স৫৪) বাড়ি কেওটার ঘোষপাড়ায়। জানা গেছে হঠাৎ বাইক নিয়ে উল্টে পরে যান প্রৌঢ় এবং মাথা ফেটে যায় তাঁর। তৎক্ষণাৎ স্থানীয় ব্যবসায়ীরা জল নিয়ে ছুটে যায় এবং তাঁকে তোলার চেষ্টা করেন। তারপর টোটোয় তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।

ইতিমধ্যে চুঁচুড়া থানায় খবর দেন এলাকাবাসীরা এবং পুলিশ গিয়ে মৃত দেহ উদ্ধার করে।প্রত্যক্ষদর্শীরা জানান কারো সাথে ধাক্কা বা কেউ তাঁর বাইকে মারেনি।বাইক চালিয়ে যাওয়ার সময় হঠাৎ রাস্তায় পরে গিয়ে মাথায় চোট পান প্রৌঢ়। এমনকি তাঁর মাথায় হেলমেট পরা ছিলনা।বর্তমানে মৃতদেহ ময়না তদন্তের জন্য ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রের জানা যায়।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close