Howrah : ইন্ডিয়া বুক অব রেকর্ডস-এ অষ্টম শ্রেণির পড়ুয়া

আরও পড়ুন

অপ্রয়োজনীয় সাবান, টুথপেস্ট ও ওষুধের ফেলে দেওয়া ৫৩২টি বাক্সের উপর ছবি এঁকে ইন্ডিয়া বুক অব রেকর্ডস- এ নাম লিখল হাওড়ার বাগনানের বাসিন্দা মৌলিকা দে। নজিরবিহীন এই ঘটনায় খুশি মৌলিকার পরিবার।

মৌলিকা বাগনান উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সে। তার বাবা সঞ্জীব কুমার দে ও মা চৈতালি দে জানান, মৌলিকা ছোট থেকেই আঁকতে ভীষণ ভালবাসে। আর্ট পেপার ও ড্রয়িং পেপারের পাশাপাশি হাতের সামনে যা পেত তার উপরেই ছবি আঁকতে থাকত মৌলিকা ।

মৌলিকা জানায়, সে তার আঁকা ছবিকে ২৯ জুন ইন্ডিয়া বুক অব রেকর্ডস-এ পাঠায় ও ৪ আগস্ট ওই আঁকাকে স্বীকৃতি দেওয়া হয়। এরপর শনিবার ২০ জুন সেখান থেকে উপহার আসে মৌলিকার বাড়ির ঠিকানায়। ইন্ডিয়া বুক অব রেকর্ডসে স্বীকৃতি পাওয়া ৩.৫ সেন্টিমিটার লম্বা এবং ৩.৮ সেন্টিমিটার চওড়া ওই ছবিটি আঁকতে মৌলিকার সময় লাগে প্রায় দেড় মিনিট।

মৌলিকার এহেন উদ্যোগকে স্বাগত জানিয়েছে তার স্কুল, শিক্ষিকাদের অভিমত মৌলিকার এমন উদ্যোগে বাকি সহপাঠীনীরাও উৎসাহিত হবে।

ফোর্টিন টাইম লাইন, হাওড়া।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close