Hooghly : একসঙ্গে মেধা তালিকার ১৮ জন হুগলিতে

আরও পড়ুন

উচ্চ মাধ্যমিকে নজরকাড়া পারফর্মেন্স হুগলির। একসঙ্গে মেধা তালিকায় ১৮ জন। উচ্চ মাধ্যমিকে পূর্ব বর্ধমানের পর এবার স্থান পেয়েছে হুগলি।

সূত্রের খবর, উচ্চ মাধ্যমিকে এবার মেধা তালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তার প্রাপ্ত নম্বর ৪৯৩। সে হুগলির উত্তরপাড়া ভদ্রকালী এলাকার বাসিন্দা। এরপর
পঞ্চম স্থানে রয়েছে কাপশিট হাই স্কুলের ছাত্র কৌস্তভ কুন্ডু। বাড়ি আরামবাগের গৌরহাটিতে। তার প্রাপ্ত নম্বর ৪৯২। ষষ্ঠ স্থান অধিকার করেছে হিন্দমোটর হাই স্কুলের ছাত্রী রূপসা উপাধ্যায়। তারও বাড়ি উত্তরপাড়া ভদ্রকালী এলাকায়। তার প্রাপ্ত নম্বর ৪৯১।

এরপর রাজ্যের মধ্যে সপ্তম স্থানে রয়েছে হুগলি জেলার তিনজন। তাদের প্রাপ্ত নম্বর ৪৯০। একই স্কুল থেকে কৌস্তভের সঙ্গে কাপশিট হাই স্কুলের ছাত্রী কৌশিকী কুণ্ডু ভালো ফলাফল করেছে। তার বাড়ি আরামবাগের গৌরহাটি এলাকায় এবং চুঁচুড়া দেশবন্ধু হাই স্কুলের ছাত্র সৌজাত্য মুখোপাধ্যায়। সে ব্যান্ডেল গ্রিন পার্কের বাসিন্দা। পাশাপাশি সপ্তম হয়েছে জনাই ট্রেনিং হাই স্কুলের ছাত্রী শরন্যা ঘোষ। সে চণ্ডীতলা জনাইতে থাকে।

মেধা তালিকায় এরপরেই অষ্টম স্থান অধিকার করে নিয়েছে হুগলি জেলার পাঁচ জন। তাদের প্রাপ্ত নম্বর ৪৮৯। নবম স্থানে রয়েছে হুগলি জেলার চার জন। এদের সকলের প্রাপ্ত নম্বর ৪৮৮। পাশাপাশি দশম স্থানে রয়েছে হুগলিরই দু’জন। তাদের প্রাপ্ত নম্বর ৪৮৭।

উচ্চ মাধ্যমিকে হুগলির ছাত্র-ছাত্রীদের এমন সাফল্যে খুশি হুগলিবাসী।

ফোর্টিন টাইমলাইন, হুগলি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close