পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে প্রাণ ত্যাগ করল তিন ভাই। সোমবার ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলি জেলার উত্তরপাড়া মাখলায়। সূত্রের খবর, মৃত আসিস সাউ (১১), আদিত্য সাউ (১৩) ও অঙ্কিত কুমার (১৩) ছিল একই পরিবারের তিন ভাই।
পরিবার সূত্রের খবর, বাড়িতে না বলেই তিন ভাই স্নান করতে চলে যায় পুকুরে। তারা সাঁতার জানত না বলে জানিয়েছেন অংকিত কুমারের বাবা হারিস কুমার। তিনি আরও বলেন, অঙ্কিত অষ্টম শ্রেনিতে উঠেছিল। স্কুল চলাকালীন সে মাখলায় থাকত এবং স্কুল বন্ধ হলে সে বিহারে চলে যেত।
এমন মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ, উপ-পুর প্রধান। তাদের নিয়ে আসা হয় উত্তরপাড়া এস.জি. হাসপাতালে এবং সেখানে ডাক্তার তাদের মৃত বলে ঘোষণা করেন।