শুক্রবার, ১ জুলাই থেকে শুরু হল ব্যাকস্টেজ আর্টিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তরফে নাট্যোৎসব। এই উৎসব চলবে তিনদিন। শুক্রবার এই অনুষ্ঠানের উদ্বোধন হয় উত্তরপাড়া গণভবনে। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যশিল্পী এবং চলচ্চিত্রশিল্পী দেবশঙ্কর হালদার, উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব, ব্যাকটেজ আর্টিস্ট-সহ আরও অনেকেই। ব্যাকস্টেজ আর্টিস্ট, মেকআপম্যান, লাইটম্যান শিল্পীদের মান্যতা দেওয়াই ছিল এই প্রোগ্রামের প্রধান উদ্দেশ্য।
এপ্রসঙ্গে বিশিষ্ট নাট্যশিল্পী এবং চলচ্চিত্রশিল্পী দেবশঙ্কর হালদার জানিয়েছেন,”ব্যাকস্টেজ আর্টিস্ট অথবা আমাদের নেপথ্য কর্মীদের একত্রিত হওয়ার এটি একটি সুযোগ। আমরা অনেক সময় দেখি নেপথ্য শিল্পীরা অনেক জায়গায় আলাদা হয়ে থাকেন, তাদেরকে একত্রিত করার জন্যেই এই সংগঠনের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে”।
হুগলি থেকে দেবস্মিতা চক্রবর্তীর রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।