Hooghly : মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত ৩

আরও পড়ুন

মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত হলেন ৩ জন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হুগলির গুড়াপ থানার মাজিনান সেতুর কাছে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে। লরির সঙ্গে একটি গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে।

সূত্রের খবর, কলকাতা থেকে বর্ধমানের দিকে তিনজন একটি চার চাকা গাড়িতে যাচ্ছিলেন। মাজিনান সেতুর ওপর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে সজোরে ধাক্কা মারে। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে আসা অন্য একটি লরি চার চাকা গাড়িটির পিছনে ধাক্কা মারে। এমন মর্মান্তিক দুর্ঘটনার জেরে চার চাকা গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক-সহ গাড়ির দুই সওয়ারির মৃত্যু হয়। এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গুড়াপ থানার পুলিশ। গ্যাসকাটার দিয়ে গাড়ি কেটে ৩ জনের দেহ উদ্ধার করা হয়। সেগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। চার চাকা গাড়িতে ছিলেন এক দম্পতি এবং তাদের চালক। তিন জনই বর্ধমানের বাসিন্দা।

ফোর্টিন টাইমলাইন, হুগলি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close