ওপারের পুলিশের ধাওয়া খেয়ে এপারে পালিয়ে এসে ধরা পড়ল বালু তোলার মেশিন-সহ পাঁচজন।
নদিয়ার কল্যানী উত্তর ২৪ পরগণার হালিশহর, কাঁচরাপাড়া এলাকায় গঙ্গা থেকে বেআইনি ভাবে বালু তোলা চলছিল গত কয়েকদিন ধরেই। গঙ্গার দুইপারের জানাজানি হওয়ার পর নরেচরে বসে পুলিশ প্রাশাসন। শুরু হয় ধরপাকর। গঙ্গার ওপার থেকে পুলিশের ধাওয়া খেয়ে হুগলির তামলিপাড়া ঘাটে চলে আসে বালু তোলার মেশিন নিয়ে দুটি নৌকা। গোপন সূত্রে খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ অভিযান চালিয়ে বালু তোলার মেশিন-সহ আটক করে পাঁচজনকে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গঙ্গার দুই পারে বেআইনি ভাবে বালু তোলার কারনে ঘাটগুলিতে নামা যায় না। যেখানে সেখানে বড় গর্ত হয়ে আছে। স্নান করতে যাওয়াই বিপদজনক হয়ে পড়েছে ঘাটগুলিতে। অভিযোগ রাত নামতেই শুরু হয় বালু তোলা।
ফোর্টিন টাইমলাইন, চুঁচুড়া, হুগলি