বিকট আওয়াজে কেঁপে উঠল ভদ্রেশ্বর থানা এলাকার একাংশে। রবিবার রাত ১২ টা নাগাদ জি টি রোডের পাশে একটি ফার্নিচারের দোকানের ভেতরে বিকট আওয়াজে এলাকা ধোঁয়াময় হয়ে যায়।
সূত্রের খবর, রাতে এমন বিকট আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীর একটি ইঞ্জিন। চলে আসে গৌরহাটি ও চাপদানি টি ও পি-র পুলিশ। হাজির হন ভদ্রেশ্বর থানার আইসি কৌশিক বন্দ্যোপাধ্যায় ও থানার অন্যান্য অফিসারেরা। দমকল বাহিনীর অনুমান, শর্ট সার্কিট থেকে ওই দোকানে আগুন লেগেছে। প্রায় ঘন্টা খানেক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। বন্ধ দোকানের মালিক আকবর আলিকে খবর দেয় পুলিশ। দোকান খোলার পর দেখা যায় দেওয়াল ফেটে গেছে। কাঁচ ভেঙে পড়ে আছে। পুলিশ দোকানে ঢুকে চারদিকে দেখেও কিছু উদ্ধার করতে পারেনি। দোকান বন্ধ করে তালা লাগিয়ে দেয় পুলিশ। দোকান মালিককে আটক করে নিয়ে যাওয়া হয়। এই নিয়ে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তদন্ত চলছে।
হুগলি থেকে দেবস্মিতা চক্রবর্তীর রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।