Hooghly : বিয়ে করতে বাংলায় পাড়ি জার্মান পাত্রের!

আরও পড়ুন

দীর্ঘ আট বছরের সম্পর্কের পর সাত পাকে বাঁধা পড়লেন ড্যানিয়েল এবং ত্রিয়া। জাতিগত দিক থেকে দু’জনেই ভিন্ন। একজন ভারতীয় এবং অপরজন জার্মান। দু’জনের মনের মিলনে সম্পূর্ণ হল তাদের পরিণয়।

সূত্রের খবর, ত্রিয়া চট্টোপাধ্যায়ের বাড়ি চুঁচুঁড়ায় এবং ড্যানিয়েল জার্মানবাসী। আট বছর আগে ত্রিয়া তার চাকরির জন্য জার্মানিতে পাড়ি দিয়েছিলেন। সেখানে কর্মসূত্রেই ত্রিয়ার সঙ্গে পরিচয় হয় ড্যানিয়েলের। ত্রিয়াও ধীরে ধীরে জার্মানির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে থাকেন। জার্মান পাত্র ড্যানিয়েলের ইচ্ছে ছিল বাঙালি কোনও মেয়ের সঙ্গে ভালোমতো পরিচিত হয়ে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে। তার সেই ইচ্ছে পূরণ করতে ড্যানিয়েল-ত্রিয়া জার্মানি থেকে চলে আসেন চুঁচুঁড়ায়। মঙ্গলবার তাদের বিয়েতে তার ইচ্ছেতেই লোকসংস্কৃতির আসর বসানো হয়। একদম বাংলায় রীতিতেই বিয়ে সম্পন্ন হয় তাদের। তাদের বিয়ে দেখতে উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

ভালোবাসার যে কোনও জাতি-বর্ণ-বৈষম্য হয় না তাদের দু’জনের মিলনে তা আবারও প্রমাণিত।

ফোর্টিন টাইমলাইন, চুঁচুঁড়া, হুগলি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close