গাড়ির সিটের তলা থেকে উদ্ধার হয়েছে বহুমূল্যের গাঁজা। পাচার করার আগেই সেই বহু পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ। এই গোত্রনায় গ্রেফতার করা হয়েছে এক মহিলা-সহ তিনজন পাচারকারীকে।
সূত্রের খবর, শনিবার হুগলির গ্রামীণ পুলিশের অধীনস্থ হন সিঙ্গুর থানার উদ্যোগে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৮৭ প্যাকেট গাঁজা। সেই গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লক্ষ্য টাকা বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তদের বাড়ি ভদ্রেশ্বর ও চন্দননগর এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হুগলি জেলা গ্রামীণ পুলিশ বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি শুরু করে। সিঙ্গুর থানা থেকে ১০০ মিটার দূরে একটি এলাকায় একটি গাড়িকে সন্দেহ হওয়ায় দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তাদের কথাতে অসঙ্গতি খুঁজে পাওয়ায় চাপে পড়ে যায় গাড়িতে থাকা তিনজন। পাচারের আগেই পুলিশের জালে পড়ে ওই তিন অভিযুক্ত। এত পরিমাণ এবং বহুমূল্যের গাঁজা তারা কোথায় পাচার করার চেষ্টা করছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, হাওড়া।