এক কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা। শনিবার সন্ধ্যায় পাঁচলা মোড় থেকে উদ্ধার করা হয় ওই বিপুল পরিমান টাকা। সেই টাকা গুনতে নিয়ে আসা হয় টাকা গোনার মেশিন। এই ঘটনায় ৩ জন কংগ্রেস বিধায়ককে আটক করেছে হাওড়া থানার পুলিশ।
সূত্রের খবর, শনিবার পাঁচলা মোড়ে ১৬ নম্বর জাতীয় সড়কের রানিহাটি মোড়ে ‘বিধায়ক জামতাড়া’ বোর্ড লাগানো একটি গাড়ি কোলাঘাটের দিকে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে বিধায়কের গাড়িটি আটক করে। এরপর তল্লাশি চালাতেই গাড়ির ডিকি থেকে বেরিয়ে আসে বিপুল পরিমাণ টাকা। টাকার ওই প্রতিটি বান্ডিলে ছিল ৫০০ টাকার নোট। পুলিশের অনুমান, গাড়িটি ঝাড়খণ্ডের দিকে যাচ্ছিল। ওই টাকার উৎস জানতে আটক করা ওই ৩ বিধায়ককে। তাদেরকে সেই টাকার সম্পর্কে জানতে চাওয়া হলে তাদের থেকে স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। তারা সঠিক উত্তর না দিলে তাদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেওয়া তবে বলে জানিয়েছেন হাওড়ার গ্রামীণ পুলিশ সুপার।
ফোর্টিন টাইমলাইন, হাওড়া।