Howrah : বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার সি.আই.ডি-র

আরও পড়ুন

গোপনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার CID (ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট)-র। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়া থানার কোনও এক্সপ্রেসওয়ে এলাকায়। এই অভিযানে চারজনকে গ্রেফতারও করা হয়।

সূত্রের খবর, সিআইডি গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। তাদের সঙ্গে অন্তত সাড়ে ৬০০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। এত পরিমাণ গাঁজার বাজারমূল্য ৮০ লক্ষ্য টাকা। ওড়িশা থেকে আসা দু’টি গাড়ি করে বেআইনিভাবে গাঁজা নিয়ে আসা হয়েছিল হাওড়ায়। হাওড়ার কোনও এলাকার একটি গুদামে তা রাখা হয়েছিল। পুলিশ আধিকারিকদের ফাঁদে পা দিয়ে ধরা পড়ে পাচারকারীরা। তাদের গ্রেফতারও করা হয়। শুক্রবার হাওড়া আদালতে হাজির করানো হয় তাদের। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, হাওড়া।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close