নিয়ন্ত্রণ হারিয়ে লোহার রড বোঝাই লরি ধাক্কা খেল একটি গুদামের সঙ্গে। দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়কের উলুবেড়িয়া থানার জোড়া কলতলা এলাকায়। এই ঘটনায় গুরুতরভাবে আহত হয় ওই লরি চালক।
সূত্রের খবর, সোমবার সকালে জাতীয় সড়কের পাশে থাকা একটি গুদামের সঙ্গে ধাক্কা খায় একটি লোহার রড বোঝাই লরি। লরিটি দ্রুত গতিতে কলকাতার দিকে যাচ্ছিল। সেই পথে যাওয়ার সময়ই দুর্ঘটনাটি ঘটে। জোড়া কলতলার কাছে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে কোলাঘাটমুখী লেনে চলে যায়। এরপর রাস্তার ধারে নিয়ন্ত্রণে হারিয়ে একটি গুদামে ঢুকে যায় লরিটি। এমন দুর্ঘটনার জেরে গুরুতরভাবে আহত হয় চালকটি। স্থানীয়দের চোখে ঘটনাটি পড়তেই তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ওই আহত চালককে মেডিক্যাল কলেজে ভর্তি করান। ঘটনাটি ঘটার কিছুক্ষণের মধ্যেই কান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
ফোর্টিন টাইমলাইন, হাওড়া।