Howarah : ছেলে হয়েছে জায়ের, সদ্যজাতকে ট্যাঙ্কে ফেলে হত্যা জ্যেঠিমার

আরও পড়ুন

দু’দিন যাবত নিখোঁজ থাকার পর জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হল শিশুর নিথর দেহ। ঘটনাটি ঘটেছে হাওড়ার শ্রীনাথ পোড়েল লেনের কাছে। এমন ঘটনায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। অভিযোগ উঠেছে মৃত শিশুর জ্যেঠিমার বিরুদ্ধে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে গ্রেফতার করে নিয়ে যায় অভিযুক্ত জ্যেঠিমাকে।

সূত্রের খবর, তিনদিন আগে হাসপাতাল থেকে ওই সদ্যজাত শিশুটিকে বাড়িতে আনা হয়। পরদিন সকাল থেকে তার মা-এর পাশে শুয়ে থাকা শিশুটি আচমকা নিখোঁজ হয়ে যায়। এরপর ওই পরিবার পুলিশের কাছে শিশুটির নিখোঁজ হওয়ার অভিযোগ জানায়। পুলিশ এনিয়ে তদন্ত শুরু করলেও তাকে পাওয়া যায়নি।

এরপর শনিবার সকালে শিশুটির মা বাথরুমে জল ব্যবহার করতে গিয়ে পচা গন্ধযুক্ত লাল রক্তের মতো জল দেখতে পান। তা দেখে সন্দেহ হয় তার। তখন তার চিৎকার শুনেই ছুটে আসেন পরিবারের অন্যান্য সদস্যরা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ট্যাঙ্কটিকে নামিয়ে উদ্ধার করে শিশুটির ফ্যাকাশে হয়ে যাওয়া প্রাণহীন দেহকে। এই ঘটনায় অভিযুক্ত শিশুটির জ্যেঠিমার ওপর প্রথম থেকেই সন্দেহ করা হয়। জানা যায়, অভিযুক্ত জ্যেঠিমার এক কন্যা সন্তান ছিল। পাশেই তার দেওরের পুত্র সন্তান হওয়ায় তার মনে ক্ষোভের সৃষ্টি হয়। সেই ক্ষোভের কারনেই খুন হতে হয় সদ্যজাত শিশুপুত্রটিকে। পুলিশ তাকে দীর্ঘক্ষণ জেরা করার পর অবশেষে অভিযুক্ত জ্যেঠিমা নিজের অপরাধ স্বীকার করে নেন। এরপর তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।

ফোর্টিন টাইমলাইন, হাওড়া।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close