Hooghly : তাল গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনার কবলে বেসরকারি বাস

আরও পড়ুন

নিয়ন্ত্রণ হারিয়ে তাল গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনার কবলে পড়ল একটি বেসরকারি বাস। পাণ্ডুয়া থেকে কালনা যাওয়ার পথে পাণ্ডুয়ার কুলটি মোড়ে দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় আহত প্রায় ২০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। তারা এসে আহতদের উদ্ধার করে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।

সূত্রের খবর, ওই বেসরকারি বাসটি পাণ্ডুয়া থেকে কালনার দিকে যাচ্ছিল। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিল। আহতদের মধ্যে একজন বলেন, বাস চালকটি জোরে বাস চালাচ্ছিল। হঠাৎই বাসটি তার নিয়ন্ত্রণ হারিয়ে একটি তাল গাছের সঙ্গে ধাক্কা খায়। এই দুর্ঘটনার জেরে বাসটি বেহালভাবে পড়ে রয়েছে। স্থানীয়দের চোখে ঘটনাটি পড়তেই তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে যায় পুলিশ।

পাণ্ডুয়া থেকে দেবস্মিতা চক্রবর্তীর রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close