Howrah : মাটি খুঁড়তেই বেরল বহু পুরনো রেল লাইন

আরও পড়ুন

মাটি খুঁড়ে পাওয়া গেল দীর্ঘ বহু বছরের পুরনো রেল লাইনের হদিশ। ঘটনাটি ঘটেছে ডিআরএম বিল্ডিঙের সামনে মেট্রোর হাওড়া স্টেশনে ঢোকার রাস্তা তৈরির সময়। রেল কর্মকর্তাদের অনুমান, রেল পরিষেবা শুরু হওয়ার সময়ের ওই রেল লাইনটি পাতা হয়েছিল। এই ঘটনাটি জানাজানি হতেই গোটা এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, হাওড়ার মেট্রো স্টেশনের কাছে পুরনো রেল লাইনটি পাওয়ায় সেখানে খননের কাজ শুরু হয়েছে। রেল লাইনটিকে ঐতিহাসিক সংগ্রহশালায় রাখা হয়েছে বলে জানা গেছে। পুরাতাত্ত্বিকদের দিয়ে সেই রেল লাইন পরীক্ষা করে সেটি কোন ধাতু দিয়ে তৈরি, কত বছরের পুরনো সব খতিয়ে দেখা হবে। ঐতিহাসিক সেই লাইনটি দেখতে ঘটনাস্থলে মানুষের ভিড় ছিল লক্ষ্য করার মতো। মেট্রোর রেলের কাজে যুক্ত ঠিকাদারী সংস্থার কর্মীদের দাবি, মাটি খুঁড়তেই প্রথমে তারা ধাতব কিছু বার হতে দেখে। প্রথমে তাদের মনে হয় মাটির নিচে দীর্ঘ দিন ধরে পড়ে থাকা ধাতব কিছু, কিন্তু যত কাটা হচ্ছে তত টাই লম্বা অংশ পাওয়া যায়। সেই সময় রেল আধিকারিকদের খবর দেওয়া হয়। রেল আধিকারিকরা এসেই প্রথম রহস্যের উন্মোচন করেন।

ফোর্টিন টাইমলাইন, হাওড়া।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close